ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, জানুয়ারি ২১, ২০১৫
সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার প্রতীকী

খুলনা: সুন্দরবনের গহীন অরণ্য থেকে বিভিন্ন ধরনের ৬টি অস্ত্র ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।



বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এগুলো উদ্ধার করে র‌্যাব-৬।

র‌্যাব-৬’র লে. কমান্ডার মাহফুজুল ইসলাম বাংলানিউজকে জানান, র‌্যাবের একটি বিশেষ দল মঙ্গলবার (২০ জানুয়ারি) সুন্দরবনে অভিযানে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের র‌্যাব সদস্যরা জয়মনি খাল সংলগ্ন মুচিখালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
 
এরপর ঘটনাস্থল থেকে জলদস্যুদের ফেলে যাওয়া ২টি ওয়ানশ্যুটার গান, ১টি কাটা রাইফেল, ১টি ইয়ার পিস্তল, ২টি পাইপগান, ১৮ রাউন্ড এসএমজি, ৫ রাউন্ড ওয়ানশ্যুটার গান, ১৪ রাউন্ড পিস্তল, ২ রাউন্ড নাইন এমএম পিস্তল, ১ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেল ও ৫৩ রাউন্ড পয়েন্ট টুটুবোর রাইফেলের গুলি অবস্থায় উদ্ধার করে র‌্যাব।
 
উদ্ধার করা অস্ত্র ও গুলি কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ