ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে শীতবস্ত্র বিতরণ

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জানুয়ারি ১৭, ২০১৫
সাভারে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কয়েকশ’ গরিব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সাভারের পূর্ব জামসিং মডেল টাউন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমান এ কম্বল বিতরণ করেন।



১ নম্বর ওয়ার্ড কমিশনার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গনি, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম মন্ডল, বিশিষ্ট কণ্ঠশিল্পী কাঙ্গালী সুফিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।