ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, জানুয়ারি ১৫, ২০১৫
গোবিন্দগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক শিশু। এছাড়া গুরুতরভাবে আহত হয়েছেন আরো ৩ জন।



বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় গতি কমিয়ে স্পিডব্রেকার পার হচ্ছিলো একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ট্রাকটির ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় অ্যাম্বুলেন্সের আরোহী মাহিন (১০) নামের এক শিশু। নিহত মাহিন রংপুর সদরের সেন্ট্রাল রোডের লিয়াকত হোসেনের ছেলে।

এছাড়া আহত হন মাহিনের মা মাসুমা বেগম (৩৭), মামা মাহমুদ হাসান (৩৪) ও চালক আব্দুল আউয়াল সরকার (৪০)। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।