ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গাইবান্ধা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জানুয়ারি ১৫, ২০১৫
গাইবান্ধা সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: দরপত্রে অনিয়মের অভিযোগে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নজরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু হানিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত একটি আদেশ জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছ‍ায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক আদেশে (পার-২ অধি শাখা-স্মারক নং ৪৫.১৪৩.০১৯.০৫.০০.০০১.২০১৫.২৫ তারিখ: ১৪.০১.২০১৪) সিভিল সার্জন ডা. নজরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

চিঠিতে ডা. নজরুল ইসলামকে নতুন কর্মস্থল ঠাকুরগাঁও জেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

৩০ ডিসেম্বর আধুনিক সদর হাসপাতালের ৬টি দরপত্র জমা দেওয়া হয়। এ দরপত্রের ব্যাপারে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে।

এছাড়া ১৩ জানুয়ারি দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) গাইবান্ধা জেলার সভাপতি আব্দুল রশিদকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ও গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডা. এস এম এ জলিল লাঞ্ছিত করেন।

এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরের সব ওষুধের দোকান বন্ধ রেখে বুধবার (১৪ জানুয়ারি) সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) গাইবান্ধা জেলা শাখা।

এ কারণে কেউ কেউ মনে করছেন এ ঘটনাও তার স্ট্যান্ড রিলিজের অন্যতম কারণ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।