ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৪০

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, জানুয়ারি ১৪, ২০১৫
রূপগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৪০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে রূপগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ৪০ জন।

এদিকে রাস্তায় বাস উল্টে যাওয়ায় দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার বসুগঞ্জ থানার মালকচর সরকারপাড়া এলাকার অহিজল হকের ছেলে জজ মিয়া (৩৫) ও অজ্ঞাত (৪০) ।   আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুলফিকার তালুকদার বাংলানিউজকে জানান, সকাল ৬টার দিকে আমলাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বিসমিল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-০৮৬৮) যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। এতে আহত হন অন্তত ৪০ জন।

এএসআই আরো জানান, রাতে কুড়িগ্রামের রৌহমারী এলাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এছাড়া চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রী অভিযোগ করেছেন।

এদিকে, যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে শত শত মালবাহী যানবাহন।

বাংলাদেশ সময়: ০৭১৭, ১৪ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।