ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

শাল্লায় মাদক ব্যবসায়ীসহ ৫ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জানুয়ারি ১৩, ২০১৫
শাল্লায় মাদক ব্যবসায়ীসহ ৫ জনের কারাদণ্ড ছবি : প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় এক মাদক ব্যবসায়ী ও ৪ মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিস বিন ইমরাক এ কারাদণ্ড দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে দুলাল মিয়া(৪৮) ও জালাল মিয়া(৩৮), একই গ্রামের আজিজুর রহমান(৪৩), একই ইউনিয়নের উজানগাঁও গ্রামের মৃত ইসমাইলের ছেলে রূপ মিয়া(৪৪), একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইসমাইল(৪০)। এর মধ্যে দুলাল মাদক ব্যবসায়ী এবং অন্যরা মাদকসেবী।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে ১০ লিটার চোলাই মদ এবং ৫শত লিটার চোলাই মদের উপকরণসহ দুলালের বাড়ি থেকে দুলাল, জালাল মিয়া, আজিজুর রহমান, রূপ মিয়া ও ইসমাইলকে আটক করা হয়। সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

পরে সাক্ষ্য প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদরতের বিচার ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।