ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটিতে কারফিউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, জানুয়ারি ১১, ২০১৫
রাঙামাটিতে কারফিউ ছবি: প্রতীকী

রাঙামাটি: রাঙামাটি শহরে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করেছে জেলা প্রশাসন।
 
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ কারফিউ জারি করা হয়।

 
 
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিষয়টি জানিয়ে মাইকিং করে প্রশাসন।
 
মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘রাঙামাটি শহরে আগামীকাল (সোমবার) সকাল ৮টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আপনারা সবাই বাসায় চলে যান’।
 
বিকেলে সহিংসতার এ গুজব ছড়িয়ে পড়লে চারদিকে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন শহরে কারফিউ জারি করে।

রাঙামাটিতে মেডিকেল কলেজ চালুকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও মেডিকেল কলেজ সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১০ জানুয়ারি) রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের আগে পিসিপির কর্মীদের সঙ্গে মেডিকেল কলেজ সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

** রাঙামাটিতে সংঘর্ষে আহত ২০, শহরে ১৪৪ ধারা জারি

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫/আপডেট-২১৪৮    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।