ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে মাদকসেবী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জানুয়ারি ১১, ২০১৫
কালিয়াকৈরে  মাদকসেবী খুন ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার  সোনাতলা এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাদক সেবী খুন হয়েছেন।

নিহত আমান আলী (৫৫) কালিয়াকৈর উপজেলার সোনাতলা গ্রামের মৃত এবাদুল্লাহ ফকিরের ছেলে।

রোববার (১১জানুয়ারি) সকাল ১১টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার।

কালিয়াকৈর থানার পরিদর্শক ( তদন্ত ) মো. রফিকুল ইসলাম জানান, আমান আলী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন সময় এলাকাবাসী তাকে মাদক সেবন  ছাড়ার জন্য শালিস করেছে। সোনাতলার বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তার কোন স্বজন এখানে থাকেন না। আমানের লাশ ঘরে পড়ে থাকার খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে স্থানীয় বোয়ালী ইউনিয়নের সদস্য মো. আফজাল হোসেন পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে আমানের ঘরে ভাঙ্গা পিড়ি, ইয়াবা, গাঁজা,  গাঁজা সেবনের উপকরণ  ও তার মাথা থেতলানো  লাশ দেখতে পায়।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা দুর্বৃত্তরা আমানকে ওই পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘন্টা, জানুয়ারি ১১,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ