ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরের এসপি’র গ্রামের বাড়িতে দুর্বৃত্তের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জানুয়ারি ১১, ২০১৫
গাজীপুরের এসপি’র গ্রামের বাড়িতে দুর্বৃত্তের আগুন

কিশোরগঞ্জ: গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশীদের কিশোরগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বাসার ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শহরের শোলাকিয়া নীলগঞ্জ রোডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে বাড়ির বাইরে থেকে রশিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন বাড়ির ভেতর ছড়িয়ে পড়ার আগেই আশপাশের লোকজনের ছুটে এলে দুর্বৃত্তরা কয়েকটি পটকা ফাটিয়ে পালিয়ে যায়। পরে তারা আগুন নিভিয়ে ফেলে।

এর আগে একই এলাকায় এসপি হারুনের ফুফুর বাসায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দড়ি, চটের থলে ও কয়েকটি পটকা উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মূলত আতঙ্ক সৃষ্টির জন্যই এমনটি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।