ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

বিরলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৭, জানুয়ারি ১১, ২০১৫
বিরলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরল উপজেলার পলাশবাড়ী ডাক্তারপাড়া গ্রামে আইরিন ইসলাম (১৫) নামে এক মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

আইরিন পলাশবাড়ী ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা ছিল।

তার বাবার নাম আজিজুল ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার ‍দিকে তার নিজ কক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।  

দিনাজপুর বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে আইরিন নামে ওই এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দিনাজপুর বিরল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ