ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে ১২ গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জানুয়ারি ১০, ২০১৫
ফেনীতে ১২ গাড়ি ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ২০ দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিনে ফেনীতে ১২টি গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস অংশের রামপুরের নাসির মেমোরিয়াল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে অবরোধকারীরা।

এতে বাসের ৫ যাত্রী আহত হয়।

পরে দুপরে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে আটটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর কর‍া হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে অবেরোধকারীরা পালিয়ে যায়।

এছাড়া সন্ধ্যার কিছুসময় আগে মহাসড়কের মহীপাল হোসেনিয়া মাদ্রাসার সামনে দুইটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়।

মহীপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহমদ পাঠান বাংলানিউজকে গাড়ি ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, বেলা ১১টার দিকে শহরের খাজুরিয়া এলাকায় অবরোধকারীরা পুলিশ বহনকারী একটি পিকআপভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি পুলিশের গাড়ির সামনে বিস্ফোরিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।