ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিশ্বে ইজতেমায় যৌতুক বিহীন ১২০ বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, জানুয়ারি ১০, ২০১৫
বিশ্বে  ইজতেমায় যৌতুক বিহীন ১২০ বিয়ে ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পবের দ্বিতীয় দিন ১২০টি যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর ইসলামী এসব বিয়ে সম্পন্ন হয়েছে।



বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ১২০টি যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকাল পযন্ত বিশ্বের ৯০টি দেশের প্রায় ১০ হাজার বিদেমি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার।

শুক্রবার (০৯ জানুয়ারি) বাদ জুমা আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়। যা রোববার আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ১৬ থেকে ১৮ জানুয়ারি।

ইজতেমাকে কেন্দ্র করে র‍্যাব, পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীগুলো কয়েকস্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।