ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

সান্তাহার স্টেশনে সূর্য মূর্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জানুয়ারি ১০, ২০১৫
সান্তাহার স্টেশনে সূর্য মূর্তি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১১ কেজি ওজনের দিবাকর সূর্য মূর্তি করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি জানান।



তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে সান্তাহার স্টেশনে অভিযান চালায় পুলিশ। এসময় স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে পরিত্যক্ত অবস্থায় দিবাকর সূর্য পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।  
  
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।