ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

দৌলতদিয়ায় সাংবাদিক ছিনতাইকারীর কবলে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, জানুয়ারি ১০, ২০১৫
দৌলতদিয়ায় সাংবাদিক ছিনতাইকারীর কবলে

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ছিনতাইকারীর কবলে পড়েছে সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় এ ঘটনা ঘটে।



জাহাঙ্গীর হোসেন দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি।

জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসে ঢাকায় যাওয়ার সময় ক্যানালঘাট এলাকায় পৌঁছালে পুলিশের নাম করে গাড়ি থামায় একদল ছিনতাইকারী।

এসময় ৮-১০জন ছিনতাইকারী প্রথমে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে যার কাছে যা আছে দিতে বলে। পরে ৭টি মোবাইল ফোন সেট, একটি ক্যামেরা এবং নগদ ২৩ হাজার টাকা নিয়ে চলে যায়।

কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বীরঙ্গনা নারীদের সম্মাননা দেওয়া হবে।

সম্মাননার তালিকাভুক্ত রাজবাড়ীর নুরজাহান বেগম নিয়ে ভোরে রওয়ানা হয় জাহাঙ্গীর।

গোয়ালন্দ ঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম নাসির উল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।