ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লতিফ সিদ্দিকীসহ ছয়জন ডিবির হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, আগস্ট ২৮, ২০২৫
লতিফ সিদ্দিকীসহ ছয়জন ডিবির হেফাজতে ডিবি কার্যালয়

ঢাকা: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ছয়জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ওই ছয়জনকে শাহবাগ থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

ডিবি সূত্র বলছে, তাদের নিরাপত্তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বর্তমানে তারা ডিবির হেফাজতেই রয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলানিউজকে বলেন, লতিফ সিদ্দিকীসহ কয়েকজনের বিষয় তদন্ত করা হচ্ছে। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন। আইনগত দিকগুলো দেখা হচ্ছে।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এটিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্লাটফর্ম বলে অভিযোগ করে আসছে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা।

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন ও আইনজীবী জেড আই খান পান্নার। এ অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী এলে তাকে একদল লোক ঘিরে ফেলে এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী, তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ‌তিনি এখন পুলিশ হেফাজতে, এ বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ‌ এরপর বিস্তারিত তথ্য জানাব।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।