ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছে। আজও সেখানে উৎসুক জনতা ভিড় করছেন। তবে তা বিগত কয়েক দিনের তুলনায় কম। এছাড়া সকালে এক শিক্ষার্থীর সন্ধানে আসা পরিবারের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা গেছে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উৎসুক জনতাকে ভিড় না জমাতে বারবার অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজের সন্ধানে কেউ আসছে কি না, তা জানতে চাওয়া হচ্ছে।
প্রধান ফটকের সামনে কথা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন কর্মকর্তা এস কে সোলাইমানের সঙ্গে।
তিনি বলেন, আমরা বারবার উৎসুক জনতাকে স্কুলের সামনে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি। তারপরও অনেকে এসে ভিড় জমাচ্ছেন। এছাড়া যদি নিখোঁজের সন্ধানে কেউ আসেন, তাহলে তাদের আমরা ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। ভেতরে আমাদের তথ্য সংগ্রহের বুথ রয়েছে।
গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।
এসসি/এসআইএস