ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, জুলাই ১৯, ২০২৫
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন ফাইল ছবি।

ঢাকা: রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুলাই) রাত ৭টা ৪২ মিনিটের দিকে মিরপুর-১২ এর সিরামিক্সের গলিতে বিকল্প পরিবহনের একটি বাসে এ আগুন লাগে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপন করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান। তিনি জানান, রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৮টা ১৯ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তা নির্বাপণ করেছেন। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখিছি।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ