ফুডপান্ডা বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিক শিহাব মাহমুদ বশিরের দায়ের করা মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা এ দাবি করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুডপান্ডা বাংলাদেশ ও প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মালিক শিহাব মাহমুদ বশিরের দায়ের করা মামলাগুলোয় যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ফুডপান্ডা ও এর কর্মীদের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ অপচেষ্টা করা হয়েছে।
এতে আরও বলা হয়, এর আগে ফুডপান্ডা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শিহাব মাহমুদ বশিরের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ -এর ১৩৮ ধারায় তিনটি মামলা দায়ের করে। শিহাব মাহমুদ বশিরের দেওয়া চেক প্রত্যাখ্যান হওয়ায় এ মামলা করে ফুডপ্যান্ডা।
বিজ্ঞপ্তিতে ফুডপান্ডা দাবি করে, আইনগত পদক্ষেপের বিপরীতে, শিহাব মাহমুদ বশির সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এনে পাল্টা মামলা করেছেন। আমরা মনে করি, আর্থিক দায় এড়ানোর উদ্দেশে এবং আইনি বাধ্যবাধকতা থেকে নিজেকে আড়াল করতে পরিকল্পিত উপায়ে তিনি ফুডপান্ডা ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
এতে আরও বলা হয়, প্রকৃত সত্য আড়াল করতে শিহাব মাহমুদ বশির মিডিয়ার কাছে ফুডপান্ডা নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সুনামের সঙ্গে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে ফুডপান্ডা। অথচ শিহাব মাহমুদ বশির উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের ভিত্তিতে মামলা করে ফুডপান্ডার মতো আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করা প্রতিষ্ঠানের সুনাম হানি করছেন।
ফুডপান্ডার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মিথ্যা অভিযোগ ও অপপ্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমরা আলোচনা করছি। ফুডপান্ডা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে সততা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
এমইউএম/আরআইএস