ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা যে কারণে বাতিল হতে পারে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, জুন ২, ২০২৫
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা যে কারণে বাতিল হতে পারে

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা যেসব কারণে বাতিল হতে পারে, তা জানিয়েছে দেশটি। সোমবার (২ জুন) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে।

বার্তায় উল্লেখ করা হয়, যদি আপনি লেখাপড়া থেকে ঝরে পড়েন, ক্লাসে না যান, অথবা আপনার শিক্ষা কার্যক্রম ছেড়ে দেন কিন্তু প্রতিষ্ঠানকে না জানান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আপনি অযোগ্য হয়ে যেতে পারেন।

বার্তায় আরও জানানো হয়, কোনো সমস্যা এড়াতে সবসময় আপনার ভিসার শর্তাবলি মেনে চলুন। শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার অনুরোধ করেছে দূতাবাস।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।