ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

নজর কাড়ছে ৭০ কেজির ‘সুলতান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, মে ২৭, ২০২৫
নজর কাড়ছে ৭০ কেজির ‘সুলতান’ নিজের পোষ্য সুলতানের সঙ্গে সুলতান

নীলফামারী: খাসির নাম সুলতান, মালিকের নামও সুলতান। অর্থাৎ সুলতানের সুলতান।

সাদা হালকা লাল রঙের শরীর। সুঠাম সুন্দর দেহ। এবার কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে নজর কেড়েছে প্রায় ৭০ কেজি ওজনের এই সুলতান। যার দাম হাঁকা হয়েছে ৮০ হাজার টাকা।

মূলত প্রতি বছরই ঈদুল আজহার আগ মুহূর্তে নানা আকৃতি ও দামে আলোচনায় আসে বাহারি নামের গরু ও ছাগল। এবার সেই তালিকায় সৈয়দপুরে যুক্ত হয়েছে ‘সুলতান’ নামের এই খাসি।

‘সুলতান’ নামের ওই খাসির মালিক সৈয়দপুর গোলাহাট এলাকার তরুণ ছেলে তারও নাম সুলতান। এজন্য এটি সুলতানের সুলতান নামে শহরে পরিচিতি পেয়েছে। আর পরিচিতির কারণে কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতারা আসছেন প্রতিদিন এক নজর দেখতে এই সুলতানকে। চলছে দাম দরও।

সুলতান’র মাংসের দোকান স্থানীয় সৈয়দপুর চিনি মসজিদ মোড়ে সুলতান নামের এই খাসিটিকে তোলা হলে একনজর দেখতে ভিড় করেন অনেকেই। বিশেষ করে কোরবানির নিয়ত করা ক্রেতাদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল এই সুলতান খাসিটি।

সুলতানের মালিক সুলতান জানান, দেশি ক্রস জাতের এই খাসিকে পাঁচ বছর খুব আদর যত্নে লালন পালন করেছি। বাড়ির মধ্যে বাড়ির লোকের মতোই থাকে ‘সুলতান’। শখ করে নাম নিজের নামের নামেই নাম রাখি ‘সুলতান’। সুলতান বলে ডাক দিলেই সে সাড়া দেয়। খাসিটিকে আমি ভাত, খড়, ভুসি ও ঘাস খাওয়াই। মূলত কোরবানির জন্যই প্রস্তুত করা। এর ওজান প্রায় ৬০-৭০ কেজি।

এখন কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত সুলতান। বিভিন্ন সময় বিভিন্নজন আসছেন দামদর করছেন। ৮০ হাজার রাখলেও দরদামের মাধ্যমে দাম নাগালে হলেই বিক্রি করা হবে বলে জানান তিনি।

খাসি দেখতে আসা ক্রেতা শহরের বাঁশবাড়ির ওয়াসিম জানান, আমি একটি ভালোমানের খাসি কোরবানির জন্য নিয়ত করেছি। হাটে বাজারে যাওয়া হয় না ব্যস্ততার কারণে এজন্য নাম শুনে এই সুলতানকে দেখতে আসছি। খাসিটি বড় আর খুব সুন্দর। তবে দাম বেশি মনে হচ্ছে। তবুও দামদর করছি। পোষাইলে নেবো।

উল্লেখ্য এবার সৈয়দপুরের আশেপাশের বিভিন্ন পশুর হাটে কোরবানির জন্য গরু-ছাগল উঠতে শুরু করেছে। যদি কেনা-বেচা তেমন জমে উঠেনি এখনও। আবার অনেকে আছেন যারা হাটবাজারে না গিয়ে পাড়া মহল্লায় থাকা পোষা গরু-ছাগল খুঁজে থাকেন কোরবানির জন্য।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।