ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মে ২১, ২০২৫
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ঢাকা: পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণ নয়, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।



পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম নিজেই এ অবস্থান থেকে সরে যেতে চান। আগামী দুয়েক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম। এদিকে বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন।

নজরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান পররাষ্ট্র সচিব আগামী দুয়েক দিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে  যোগদান করতে পারেন।

তবে পররাষ্ট্র সচিব কে হচ্ছেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।  পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের একজনকে পররাষ্ট্রসচিব করা হতে পারে। সে অনুযায়ী নজরুল ইসলামও হতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে জসীম উদ্দিন গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। তার আগে তিনি চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাত্র আট মাসের ব্যবধানে মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন হচ্ছে।

টিআর/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।