ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, মে ৮, ২০২৫
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুর থানার কল্যাণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)।

তিনি জানান, বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৪টায় মিরপুর মডেল থানার কল্যাণপুরের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড ১২ বোর শিশার তাজা কার্তুজ, সাতটি ছুরি, দুটি লোহার চাপাতি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে থানার একটি টহল টিম ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ডাকাত দলের সদস্যরা কল্যাণপুর রেডিও কলোনি এলাকায় একটি পরিত্যক্ত টিনের দোকান ঘরের মধ্যে ডাকাতির উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং অজ্ঞাতনামা ৩-৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার মো. মাসুদ রানা ও মো. শাহাবুদ্দিন সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।  

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।