ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, মে ১, ২০২৫
সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন মো. মোদাব্বির হোসেন চৌধুরী। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ মে) ভোরে রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

মরহুমের জানাজা বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মরহুমের আত্মীয়-স্বজনরা অংশ নেন।
 
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।

মোদাব্বির হোসেন চৌধুরী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন। এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনার ছিলেন। ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন মোদাব্বির হোসেন।  

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।