ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুলশান থানায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, এপ্রিল ২৯, ২০২৫
গুলশান থানায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে হত্যা মামলা

ঢাকা: অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় দুইটি মামলা রয়েছে। এই দুইটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় নেওয়া হচ্ছে।

 মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলার সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় পাঠানো হচ্ছে।

এর আগে এই অভিনেতাকে মারধর করার একটি ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, তার ওপর নির্যাতনের আলামত স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।  

ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে।  

আরও পড়ুন>>

** অভিনেতা সিদ্দিক গ্রেপ্তার

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।