ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৫০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা

ঢাকা: পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে রোববার (২৭ এপ্রিল) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

কাতারের দোহায় গত ২২ ও ২৩ এপ্রিল ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে কাতার যান।

গত সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানান।

এদিন সন্ধ্যা ৭টায় (ঢাকার সময়) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দোহার উদ্দেশ্যে রওনা হন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টা গত ২৫ এপ্রিল ইতালির রোমের উদ্দেশ্যে রওয়ানা হন।

প্রধান উপদেষ্টা শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে চলা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এসকে/আরবি

বাংলাদেশ সময়: ১:৫০ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
Rinku
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।