ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কাতারে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কাতারে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা কাতারে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে কাতারে পৌঁছানোর পর দোহা বিমানবন্দরে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় তাকে স্বাগত জানান কাতারের চিফ অব প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

প্রধান উপদেষ্টা আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন। সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সেদেশে গেছেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে আগামী ২৩ অথবা ২৪ এপ্রিল প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, কাতার থেকে এলএনজি আমদানি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয় আলোচনা উঠতে পারে।

কাতারের দোহাতে ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে স্পিকার থাকবেন ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র জানায়, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কাতার ও অন্যান্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরি সিং, আইইউসিএন'র ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য রাখবেন।

আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন ‘উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অন্যান্য বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল উষ্ণ এবং শুষ্ক পরিবেশে স্থায়িত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হবে এ সম্মেলনে। এ শীর্ষ সম্মেলনটি ঐতিহ্যবাহী জ্ঞান এবং উদ্ভাবনী পদ্ধতিগুলো কীভাবে আধুনিক স্থায়িত্বকে আরও স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠন করতে পারে তা অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, আর্থনা সেন্টার ফর এ সাসটেইনেবল ফিউচার (আর্থনা) হল একটি অলাভজনক নীতি গবেষণা এবং অ্যাডভোকেসি সেন্টার, যা কাতার ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত। এ সম্মেলন থেকে পরিবেশগত, সামাজিক, অর্থনৈতিক এবং ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য একটি সমন্বিত পদ্ধতির প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।