দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে কাজ করার সময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে সোহাগ বাবুল (৪৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খনির ভূ-গর্ভে পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং বিভাগে কাজ শুরু করেন সোহাগসহ অন্যান্য শ্রমিকরা। এ সময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গুরুতর আহত হন সোহাগ। খবর পেয়ে শ্রমিক সোহাগের উদ্ধারের কাজ শুরু করেন সাথে থাকা অন্যরা। দীর্ঘ সময় প্রচেষ্টার পর দুপুর তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এএটি