ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ট্যান্ড থেকে বাস উধাও, নিখোঁজ চালকের সহকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
ফরিদপুরে স্ট্যান্ড থেকে বাস উধাও, নিখোঁজ চালকের সহকারী

ফরিদপুর: ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড থেকে রাজমহল পরিবহনের একটি বাস উধাও হয়ে গেছে। বাসে ছিলেন চালকের সহকারী।

তিনিও নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বাসটি পাওয়া যাচ্ছে না। আগের দিন রোববার রাতে বাসটি স্ট্যান্ডে পার্ক করে রেখেছিলেন চালক।

জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, রোববার রাতে রাজমহলের বাসটি যাত্রীপরিবহন শেষে গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা হয়। চালকের সহকারী রাজু বাসের ভেতরেই ছিলেন।

তিনি আরও বলেন, বাসটি স্ট্যান্ডে পার্ক করে রেখে বাড়ি চলে যান চালক। সোমবার সকালে চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে গিয়ে বাস ও সহকারী রাজুকে খুঁজে পাননি। পরে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বাসস্ট্যান্ড থেকে বাস ও হেলপার নিখোঁজের ঘটনার তথ্য পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।