ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীতে তার মরদেহ এখন রয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে। মরদেহ নদীতে থাকায় এখনও তার পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয় একটি সূত্র জানায়, এলাকাবাসী ধারণা করছে, ওই যুবকের নাম ওয়াসিম আলী (৩৮)। তিনি বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসীপাড়ার রমজান আলীর ছেলে। তিনদিন আগে ওয়াসিমসহ আরও তিনজন ভারতে যান। যাওয়ার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে দুজন পালিয়ে গেলেও আটক হন ওয়াসিম আলী।
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালককে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস