ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ত্রিশালে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ত্রিশালে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যাত্রী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশালের বীররামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। নিহত মহিলার পরিচয় পাওয়া গেছে নাম অনুফা বেগম(২১)। নিহত পুরুষের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নিহত দুইজনই গৌরীপুর উপজেলার বানিন্দা।  

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ত্রিশালের বীররামপুর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।  স্থানীয়রা আহত অবস্থায় অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।