ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চোর ‘অপবাদ’ দিয়ে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
চোর ‘অপবাদ’ দিয়ে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ নিহত ছুরমান আলী

কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় প্রতিবেশী এক বাড়ির শৌচাগার থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ছুরমান আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ছুরমানের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী একটি বাড়িতে চুরির ঘটনায় ছুরমানকে চোর অপবাদ দিয়ে ডেকে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ছুরমান কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় কালাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।  

নিহতের পরিবারের অভিযোগ, ছুরমানের সঙ্গে প্রতিবেশী আবদুল হাকিমের বিরোধ চলছিল। ওই প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনার জড়িত থাকার অভিযোগ তুলে ১০-১২ জন ছুরমানকে চোর অপবাদে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সকালে প্রতিবেশী একটি বাড়ির শৌচাগারের পাশে গলায় গামছা পেঁচানো নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ছুরমানের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ পাওয়া গেছে। মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এরই মধ্যে জড়িতদের আটকের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।