ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

প্রকৌশলীকে উপদেষ্টার ধমক

‘সাতদিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
‘সাতদিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু’ 

সুনামগঞ্জ: স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদফতরের এক নির্বাহী প্রকৌশলীকে ফোন করে কড়া ভাষায় ধমক দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

সুনামগঞ্জ গজারিয়ার রাবার ড্যামের মেরামত বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের ওই প্রকৌশলীর ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

এ সময় ফোনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা গেছে, ‘ও আপনে খোঁজ রাখেন নাই। গজারিয়ায় র‌্যাবার ড্যামের কাজ শেষ হতে কতদিন লাগবে? শোনেন, সাতদিনের মধ্যে ড্যাম রিপেয়ার করবেন, না হলে আপনাকে কিন্তু রিপেয়ার কইরা দিমু। ’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদরের দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় বোরো ধান কাটার উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে কম্বাইন হারভেস্টার দিয়ে একজন কৃষকের ধান কাটেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষাবাঁধ, ধানের দামসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এ সময় কৃষকরা গজারিয়ার রাবার ড্যামে ত্রুটি নিয়ে অভিযোগ করেন উপদেষ্টার কাছে। ড্যাম এখনও সংস্কার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।  

তাদের অভিযোগের প্রেক্ষিতে এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের খোঁজ করেন উপদেষ্টা। অনুষ্ঠানে ছিলেন না সেই প্রকৌশলী। পরে উপদেষ্টা তাকে ফোন করে ওই রাবার ড্যামের বিষয়ে জানতে চান। প্রকৌশলী কেন অনুষ্ঠানে আসেননি, সেটিও জানতে চান।  

কথা বলার এক পর্যায়ে প্রকৌশলীর ওপর রেগে গিয়ে তিনি বলেন, পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না! আপনি এই মুহূর্তে দেখার হাওরে আসেন। সাত দিনের মধ্যে এটা করবেন। না করলে বুঝতে পারছেন তো, আপনারেই রিপেয়ার কইরা দিমু। ’

এরপর পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারকে ডেকে বাঁধের বিষয়ে খোঁজ নেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেইসঙ্গে বাঁধের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টার পাশে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল ইসলাম, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

আরও পড়ুন>> 

লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও ৫ বছর থাকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।