ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা প্রতীকী ছবি

মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মোশারফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, গত ৮ মার্চ দুপুরে কিশোরীটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন মোশারফ হোসেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

অভিযুক্ত মোশারফ মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুরন্নেশার ছেলে।

জানা গেছে, গত ৮ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীটিকে ধর্ষণ করেন প্রতিবেশী মোশারফ। বিষয়টি কাউকে না জানানোর জন্যও ওই কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করেন। কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন। বৃহস্পতিবার ভোর রাতের দিকে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে তার মা জিজ্ঞেস করলে সে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা। ঘটনার পরপরই মোশারফ আত্মগোপনে চলে গেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের পাঁচটি ইউনিট কাজ করছে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন। তার ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।