ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ  ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, দুপুরের পর থেকে আকাশে ঘন মেঘ দেখা যায়। তবে বিকেলের দিকে তা আরও প্রকোপ হয়। একই সঙ্গে ঝোড়ো বাতাসের কারণে মাঝ পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বিকেলে সাড়ে ৪টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পদ্মা নদী স্বাভাবিক হলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।