কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (০৯ এপ্রিল) দিনগত রাত ২টায় মহাসড়কের দাউদকান্দির পটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ডভ্যান চালক মো. ইয়াকুব ও ট্রাক চালকের সহযোগী বেলাল হোসেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল কেমিক্যালবাহী একটি ট্রাক ও চালবোঝাই একটি কাভার্ডভ্যান। এ সময় একটি পরিবহন আরেকটি পরিবহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও ট্রাক চালকের সহকারী নিহত হয়। ট্রাকের চালক ও কাভার্ডভ্যানের চালকের সহযোগী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, রাত প্রায় ২টায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। তাদের অবস্থাও গুরুতর। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরএ