ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মতিঝিলে মনি হত্যা: এজাহারনামীয় আসামি মাসুদ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
মতিঝিলে মনি হত্যা: এজাহারনামীয় আসামি মাসুদ গ্রেপ্তার গ্রেপ্তার মাসুদ হাওলাদার

রাজধানীর মতিঝিলে ছুরিকাঘাতে আয়েশা খান মনি হত্যার অভিযোগে করা মামলার এজাহারনামীয় আসামি মো. মাসুদ হাওলাদারকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৬টার দিকে শরীয়তপুর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।  

তিনি জানান, এ ঘটনায় মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ৬ এপ্রিল সকাল সোয়া ১১টার দিকে দক্ষিণ কমলাপুরস্থ কবরস্থান গলির মধ্যে আয়েশা খান মনিকে চাকু দিয়ে জখম করে মাসুদ। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১২টার দিকে মনিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. নাসির উদ্দিন মামুন বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী ও ভুক্তভোগীর স্বামী মো. নাসির উদ্দিন মামুন ঢাকা ব্যাংকের মতিঝিল শাখায় চাকরি করেন এবং চাকরির পাশাপাশি অফিস শেষে অবসর সময়ে ফাস্ট ফুডের দোকান পরিচালনা করেন। পৈত্রিক বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় তিনি পার্শ্ববর্তী দক্ষিণ কমলাপুরে ভাড়া বাড়িতে বসবাস করেন। আনুমানিক দুই বছর আগে পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে আসামি মাসুদের স্ত্রী সঙ্গে ভুক্তভোগী মনির ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ৬ এপ্রিল মনিকে ছুরিকাঘাত করেন মাসুদ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।