ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে বি‌জি‌বি-‌বিএসএফ পতাকা বৈঠকে দুই বাংলা‌দেশিকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মার্চ ৩, ২০২৫
ঝিনাইদহে বি‌জি‌বি-‌বিএসএফ পতাকা বৈঠকে দুই বাংলা‌দেশিকে হস্তান্তর

ঝিনাইদহ: ঝিনাইদ‌হের ম‌হেশপুর সীমা‌ন্তে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনীর (বিএসএফ) ম‌ধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  

বৈঠ‌কের পর বিএসএফ দুই বাংলা‌দেশি নারী‌কে বি‌জি‌বির হা‌তে হস্তান্তর ক‌রে‌ছে।

 

বি‌জি‌বি জানায়, রোববার (০২ মার্চ) বি‌কে‌লে ম‌হেশপুর সীমা‌ন্তের বাঘাডাঙ্গা বিও‌পি পো‌স্টে ওই পতাকা বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে বি‌জি‌বির প‌ক্ষে বাঘাডাঙ্গা ‌কোম্পানি কমান্ডার সু‌বেদার আসাদুজ্জামান বিশ্বাস ও  বিএসএফ এর প‌ক্ষে সুন্দরপুর ক্যা‌ম্পের কোম্পানি কমান্ডার যাদব এসি না‌গেশ গৌতম ‌নেতৃত্ব দেন।  

সোমবার (০৩ মার্চ) বিজিবি জানায় পতাকা বৈঠকের আলোচনার ভিত্তিতে বিএসএফ তা‌দের হা‌তে আটক দুই বাংলা‌দেশি নারী‌কে হস্তান্তর ক‌রে। বি‌জি‌বির আরও জানায়, দুই নারী অ‌বৈধভা‌বে ভার‌ত থে‌কে বাংলা‌দে‌শে ঢোকার চেষ্টা কর‌লে বিএসএফ তা‌দের আটক ক‌রে।

আটকরা হ‌লেন ব‌রিশা‌লের উজিরপুর উপ‌জেলার দ‌ক্ষিন মোড়াকা‌ঠি গ্রা‌মের নুরু হালদা‌রের মে‌য়ে জ‌রিনা বেগম (৪২) ও নড়াইলের কা‌লিয়া উপ‌জেলার চাঁদপুর গ্রা‌মের সিরাজ ফ‌কি‌রের মে‌য়ে শিউলি খাতুন (৪৮)। প‌রে তা‌দের দুইজন‌কেই একটি বেসরকরি সংস্থার শেল্টারহোমে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।