ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে বজ্রপাতে জেলের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, অক্টোবর ৫, ২০২৪
বরিশালে বজ্রপাতে জেলের মৃত্যু 

বরিশাল: বরিশালের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারে গিয়ে বজ্রপাতে কবির মাঝি (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।  

শনিবার (৫ অক্টোবর) ভোরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

কবির মাঝি মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া আশা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান মাঝির ছেলে।  

কবির মাঝির প্রতিবেশী সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম সরদার জানান, ইলিশ মাছ শিকারে রাতে মেঘনা নদীতে জাল ফেলেন কবির মাঝিসহ জেলেরা। সকাল ৬টার দিকে নদী থেকে জাল উঠানোর সময় বজ্রপাতে নৌকার অন্যান্য মাঝিরা রক্ষা পেলেও সুকান ধরা কবির মাঝি উপুর হয়ে পড়ে ছিলেন। দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বাংলানিউজকে বলেন, মেঘনা নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমএস/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।