ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে ছয়টি অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ ও চাঁদপুরে দুটি অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে চারটি দপ্তরে পত্র পাঠানো হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সদর- এর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের জন্য ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সজেকা, ময়মনসিংহ থেকে বুধবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক টিম নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করে এবং আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করে। টিম যথাযথ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ কমিটিকে পরামর্শ দেয়। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসএমএকে/আরআইএস


