ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু

জামালপুর: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু করে।

 

এরআগে দুপুরে পিয়ারপুর স্টেশনে ময়মনসিংহগামী ২৫৬ লোকাল ট্রেনের মাঝের তিনটি বগি লাইনচ্যুত হয়।  এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরি বগিগুলো লাইনে তুললে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পিয়ারপুর রেলওয়ে স্টেশন অফিসার মো. আপেল মমিন বলেন, ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পিয়ারপুর স্টেশনে এসে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে মাঝামাঝি তিনটি বগি লাইনচ্যুত হয়। আমরা ট্রেনটি লাইনে তোলার পর চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ