ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, সেপ্টেম্বর ১৭, ২০২৩
মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২)।  

দুই শিশুর পরিবারের বরাত দিয়ে ডা. ইশতিয়াক মামুন জানান, ফাতেমা খেলা করার সময় তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

এদিকে পরিবারের সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু নীলিমা। পরে তাকেও উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলেও জানান ডা. ইশতিয়াক মামুন।  

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ