সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে খাদে পড়ে চালক মাহাতাব হোসেন (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে তাড়াশ-ভুঈয়াগাঁতী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাতাব তাড়াশ পৌর এলাকার আসনবাড়ি মহল্লার আবু মুছার ছেলে।
তাড়াশ পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মাহতাব তার শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে মালামাল বোঝাই দিয়ে তাড়াশ থেকে ভুঈয়াগাঁতীর দিকে যাচ্ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছলে ভটভটির সামনের চাকার টায়ার ফেটে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলেই মাহাতাব হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নছিমনের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এফআর


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                