ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিম হাওলাদার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড়গালুয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানিম ওই এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, তানিমের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ ছিল। এনিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তার বাড়ির বসতঘরের দোতলার আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এসআরএস


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                