ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, জুন ১৩, ২০২৩
ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে মৌসুমি আম উপহার পাঠিয়েছেন।  তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার পাঠিয়েছেন।



মঙ্গলবার (১৩ জুন) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতেও ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছিলেন। এবার উপহারের ঝুড়িতে হিমসাগর এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম দেওয়া হয়েছে, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে উৎপাদন হয়ে থাকে। আর এই আম খুব সুস্বাদু ও জনপ্রিয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আম পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।