ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ২৮, ২০২৩
ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেফতার প্রতীকী ফটো।

সাভার, (ঢাকা): এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকার সাভারের ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওলীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ।

এর আগে শনিবার (২৭ মে) রাত ১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খায়রুল বাশার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ বলেন, বৃহস্পতিবার (২৬ মে) অধ্যক্ষের কক্ষে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যক্ষ। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি আমলে নিয়ে তাকে আজ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২৮ মে, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।