ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, মে ১৩, ২০২৩
না.গঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ১১)।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের ভোলপাষার আনোয়ারের ছেলে জুয়েল ওরফে রাব্বি (২৩) ও সিরাজ মিয়ার ছেলে হৃদয় (২০)।

এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বলেন, ১২ মে দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় বাসস্ট্যান্ড মিজমিজি সাকিনস্থ রাজ টিম্বার অ্যান্ড ‘স’ মিলের সামনে দুটি কাঁধ ব্যাগের মধ্যে বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন কালে তাদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।