ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে কারাগারে বসে দাখিল পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মে ১, ২০২৩
নীলফামারীতে কারাগারে বসে দাখিল পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী

নীলফামারী: নীলফামারী জেলা কারাগারের ভেতর থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে এক শিক্ষার্থী। গতকাল রোববার (৩০ এপ্রিল) সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

 

ওই শিক্ষার্থী মাদক মামলার আসামি। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। পার্বতীপুরের ভবানিপুর ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।  

নীলফামারী জেলা কারাগারের জেলার আবু নূর মো. রেজা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ওই মাদরাসা ছাত্র গত ২১ এপ্রিল থেকে কারাগারে আছে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মে ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ