মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে দারিয়াপুর গ্রামের বাউন দা মাঠে বজ্রপাতে মৃত্যু হয় তার।
শাহাবুদ্দিন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের স্কুল পাড়া এলাকার মৃত আলীমুদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষক শাহাবুদ্দিন।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
জেএইচ


