ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, ডিসেম্বর ১৭, ২০২২
খুলনায় দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ 

খুলনা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সেক্টর সদর দপ্তর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।  

শুক্রবার ব্যাটালিয়নের (২১ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় ৩০০ জন গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রায় এক হাজারগরীব দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

এ সময় ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রতি মাসেই গরীব-অসহায়দের চিকিৎসা দিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে থাকে।  

এছাড়াও দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান, নারী ও শিশুপাচার প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগকালে জনসাধারণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিজিবি সদস্যরা আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে থাকেন।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমআরএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।