ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ১৭, ২০২২
মাগুরায় কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মাগুরা: সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পে উন্নায়ন সহায়তার ৫০% ভর্তুকি আওতায় মাগুরা সদর উপজেলা ২০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্ধোধন করা হয়েছে।  

শনিবার (১৭ ডিসেম্বর) সদর উপজেলা চত্বর মাঠে কৃষকদের এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

মাগুরা সদর উপজেলা চেয়াম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সদর উজেলা নির্বাহিনী অফিসার মো. তারিফ উল হাসান, মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচাক কৃষিবিদ মো. রফিকুজ্জামান।  

অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবীর।

পরে কৃষকদের মাঝে ২০টি পাওয়া টিলাসহ কৃষি বীজবপন যন্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।